বিএনএ, নেত্রকোণা: নেত্রকোণার কলমাকান্দায় উফদাখালি নদীর পানিতে ডুবে সাহাবিল মিয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে শনিবার (১৯ আগস্ট) সকালের দিকে এই ঘটনা ঘটে। সাহাবিল ওই গ্রামের মাসুদ মিয়া ও শিফা আক্তার দম্পতির ছেলে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মা শিফা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সাহাবিল অন্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ একসময় তাকে দেখতে না পেয়ে পরিবার ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির সামনে উফদাখালি নদীর পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক সুমন পাল জানান, হাসপাতালে আসার আগেই সাহাবিলের মৃত্যু হয়েছে।
বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল,বিএম