18 C
আবহাওয়া
৪:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » দোকানে অভিযানে মিলল ১১৬ বস্তা সরকারি চাল

দোকানে অভিযানে মিলল ১১৬ বস্তা সরকারি চাল

চাল

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার উচাখিলা বাজারর একটি গোডাউন ও দোকান থেকে এসব চাল জব্দ করেন উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদে জানতে পেরে অভিযান চালিয়ে উচাখিলা বাজারের মানিক মিয়ার গোডাউন থেকে ৩০ কেজি ওজনের ১০৫ বস্তা চাল জব্দ করা হয়। একই বাজারের আব্দুস সাত্তারের দোকান থেকে আরও ৮ বস্তা চাল জব্দ করা হয়।

আনোয়ার হোসেন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল কিনে রিকশায় করে যাচ্ছিলেন এক ব্যক্তি। অভিযানের খবরে তিনি ওই চাল রাস্তায় ফেলে পালিয়ে যান। পরে ওই চালও জব্দ করা হয়। জব্দ করা মোট ১১৬ বস্তা চাল সরকারি খাদ্যগুদামে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় জাড়িত কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন বলেন, একটি গোডাউন ও দোকানে চালগুলো মজুদ আছে জানতে পেরে চাল উদ্ধারের নির্দেশনা দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ