বিশ্ব ডেস্ক: কানাডার ভয়াবহ দাবানল দ্রুত উত্তরাঞ্চলীয় শহর ইয়েলোনাইফের দিকে এগিয়ে আসতে থাকায় শহর ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন বাসিন্দারা। শহরের বিমানবন্দর ও সড়কে মানুষ ভিড় জমিয়েছেন। এ অবস্থায় পশ্চিমাঞ্চলের প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার ওয়েস্ট কেলৌনা শহরের আরও অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর- বিবিসি
ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান ডেভিড ইবে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং আমরা সামনের কয়েকদিন মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি।’
‘ম্যাকডহুগ্যাল ক্রিক’ নামের এই দাবানল ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর থেকে ৬ হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। সাচকাচোয়ান প্রদেশের একটি নদীর নাম ম্যাকডহুগ্যাল ক্রিক। ওই নদীর নামেই এবারের দাবানলকে ডাকা হচ্ছে।
আগুনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ৪ হাজার ৮০০ মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে যেতে বলা হয়েছে।
অন্যদিকে আরেকটি দাবানলের কারণে প্রায় ২২ হাজার মানুষকে কানাডার নর্থওয়েস্ট টেরিটরিজে স্থানান্তর করা হয়েছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ