বিএনএ, বিশ্বডেস্ক : মালয়েশিয়ার ইতিহাসে নবম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী দাতোক ইসমাইল সাবরী ইয়াকুব। বুধবার (১৮ আগস্ট) বিকেলে রাজা আগং ডি পার্তুয়ান এর আহ্বানে সংসদ সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভোটিংয়ে ১১৩ ভোট পেয়ে এগিয়ে আছেন ইসমাইল সাবরী ইয়াকুব।
নিয়োগের বিষয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিভিন্ন দলের প্রধানদের সঙ্গে দেশটির রাজা সুলতান আবদুল্লাহর আলোচনায় বসার কথা রয়েছে।
বুধবার বিকেল ৪টার মধ্যে সংসদ সদস্যদের লিখিত ভোটগুলো ফ্যাক্স, ই-মেইল, হোয়াটস অ্যাপ মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্পিকারের ব্যক্তিগত সচিব আগং দাতুক নাজিম মোহাম্মদ আলিম বরাবর জমা দিয়েছেন। এর আগে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে দেশটির রাজা সুলতান আবদুল্লাহর কাছে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগপত্র জমা দেন। পরে রাজা নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না করা পর্যন্ত ফের মহিউদ্দিন ইয়াসিনকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
ধারণা করা হচ্ছে, ইসমাইল সাবরী প্রধানমন্ত্রী হলে সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন উপদেষ্টা বা পরামর্শদাতা হতে পারেন।
বিএনএনিউজ/এইচ.এম।