33 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - জুলাই ১৯, ২০২৫
Bnanews24.com
Home » শেখ হাসিনাকে কেন ‘ডেভিল রানী’ বললেন সোহেল তাজ?

শেখ হাসিনাকে কেন ‘ডেভিল রানী’ বললেন সোহেল তাজ?


বিএনএ, ডেস্ক : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ কি উপদেষ্টা হচ্ছেন? নাকি এনসিপির নেতৃত্বে আসছেন?—বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গণ এখন সরগরম। সম্প্রতি তার কিছু কর্মকান্ড ঘিরে জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।

YouTube player

গত ১৭ জুলাই দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার নির্দেশ ‘ডেভিল রানী’ হাসিনার বলে, মন্তব্য করেছেন।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মনে করি ১৬ জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি আরও বলেন, আত্মোপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক- হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালানোর নির্দেশ দিচ্ছে।

সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এই ফেসবুক স্ট্যাটাস দেয়ার কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সোহেল তাজের বড় বোন শারমিন আহমদ এবং তার ছেলে ব্যারিস্টার তুরাজ সঙ্গে ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজ এবং শারমিন আহমদের একটি ছবি পোস্ট করেন।

ছবিটি পোস্ট করে শফিকুল আলম লেখেন, ‘বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং একমাত্র পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ প্রকাশ বড়ি সোহেল প্রধান উপদেষ্টাকে সুস্থ ও ফিট থাকার টিপস দিচ্ছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাহেল তাজের এই সাক্ষাতের বিষয়টি প্রকাশ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আমার বাংলাদেশ তথা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—এই সরকার গঠনের পেছনে যে ১৪০০ শহীদের রক্ত রয়েছে, তার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে দেশবাসী কাউকেই ক্ষমা করবে না।” স্নাইপারের বুলেট শেষ হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের মাটি দালালদের হাতে তুলে দেওয়া হবে না।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে এক কলঙ্কিত হত্যাকাণ্ড হয় বিডিআর সদর দপ্তর পিলখানায়। তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ।

গত বছরের ৩রা সেপ্টেম্বর গণ মাধ্যমকে এ বিষয়ে সোহেল তাজ জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন ‘আমেরিকায় বসে তুমি বেশি বুইঝো না। আমি দেখতেছি।’

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার পিলখানা বিডিআর হত্যাকান্ড তদন্তে একটি কমিশন গঠন করেছে। গত ৩রা মার্চ সোহেল তাজ কমিশনের কাছে হাজির হয়ে বিডিআর হত্যাকান্ডের তার পর্যবেক্ষণ তুলে ধরেন।

এদিক চলতি বছর ২৩শে ফেব্রুয়ারি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তাঁর ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা আছে৷ ইলিয়াস বলেন, সেনা সূত্রে এই তথ্য আমি জানতে পেরেছি। তাই সে যেন আপাতত দেশের বাইরে যেতে না পারে৷

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সোহেল তাজ উপদেষ্টা কিংবা এনসিপির সঙ্গে যুক্ত হচ্ছেন না । এমনকি নতুন আওয়ামী লীগও গঠন করছেন না। পিলখানা বিডিআর হত্যাকান্ড থেকে নিজেকে রক্ষার্থে গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় শেখ হাসিনাকে ‘ডেভিল রানী’ আখ্যায়িত করে করেছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টার কাছে অনুকম্পা চেয়েছেন!

সৈয়দ সাকিব

Loading


শিরোনাম বিএনএ