33 C
আবহাওয়া
৬:২৮ অপরাহ্ণ - জুলাই ১৯, ২০২৫
Bnanews24.com
Home » সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জামায়াতের নির্দেশনা

সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জামায়াতের নির্দেশনা


বিএনএ, ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে  জামায়াতের জাতীয় সমাবেশকে ঘিরে  নেতাকর্মীদের জন্য একাধিক নির্দেশনা জারি করা হয়েছে।  শুক্রবার জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনার মধ্যে রয়েছে———-

১. সবাইকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছানোর চেষ্টা করা ও মাঠ কানায় কানায় পূর্ণ করা।

২. আমিরে জামায়াতের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি নিজস্ব স্থান থেকে সরবেন না।

৩. বৃষ্টি হলেও যার যার অবস্থানে বসে থাকতে হবে।

৪. জাতীয় পতাকা ব্যতীত ভিন্ন কোনো পতাকা প্রদর্শন করা যাবে না।

৫. মিছিল নিয়ে আসার ক্ষেত্রে ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না।

৬. যাতায়াত ও সমাবেশস্থলে বয়স্ক ও শিশুদের (যদি আসে) অগ্রাধিকার দেওয়া।

৭. সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে ১৫টি মেডিক্যাল বুথ ও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক থাকবেন। কোনো ব্যক্তি অসুস্থ হলে পার্শ্ববর্তী মেডিক্যাল বুথ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

৮. অভ্যর্থনা কেন্দ্র ও সমাবেশস্থলে আমাদের পোশাকধারী স্বেচ্ছাসেবক থাকবে। শৃঙ্খলার স্বার্থে তাদের নির্দেশনা অনুসরণ করতে হবে।

৯. প্রত্যেকে সম্ভব হলে চাহিদা মতো খাবার পানির বোতল সংগ্রহে রাখবেন।

১০. সমাবেশের কার্যক্রম শেষ হলে দ্রুত সময়ে সভাস্থল ত্যাগ করা।

বিএনএ/ ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ