বিএনএ, বিশ্ব ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলিতে একটি সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্টে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (১৯ জুলাই) রাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের এই ঘটনায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে রাজ্য পুলিশ।
বেশ কয়েকটি সর্বভারতীয় গণমাধ্যম জানায়, উত্তরাখণ্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর অবস্থিত নামামি গাঙ্গেয় প্রকল্পের একটি সেতুর ওপর বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে আছেন একজন পুলিশের উপপরিদর্শক ও পাঁচজন স্থানীয় নিরাপত্তাকর্মী।
চামোলি বিভাগের পুলিশ সুপার পরমেন্দ্র দোভাল জানান, গতরাতে এ দুর্ঘটনা ঘটে। আমরা ওই গ্রাম থেকে একটি খবর পাই একজন নিরাপত্তারক্ষী (ওয়াচম্যান) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। যখন গ্রামবাসীর সঙ্গে পুলিশ ঘটনাস্থলে বিষয়টি তদন্তে যায় তখন আরও ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। বাকিরা হাসপাতালে মারা যান; জীবিতদের অবস্থাও আশঙ্কাজনক।
বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা