26 C
আবহাওয়া
৬:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৫
Bnanews24.com
Home » পরীক্ষায় বসার জন্য খুলতে হল অন্তর্বাস!

পরীক্ষায় বসার জন্য খুলতে হল অন্তর্বাস!

পরীক্ষায় বসার জন্য খুলতে হল অন্তর্বাস!

বিএনএ ডেস্ক: ভারতে স্নাতকপূর্ব জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) বসার আগে নারী পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে কেন্দ্রে ঢুকতে বাধ্য করা হয়েছে।সম্প্রতি কেরালার কোল্লাম জেলার মারথমা ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে এ ঘটনা ঘটে।

তবে পরীক্ষকদের দাবি, মেয়েদের অন্তর্বাসে একাধিক হুক থাকে যাতে নকল লুকিয়ে রেখে পরীক্ষার হলে প্রবেশ করা যায়। এ বিষয় বিবেচনা করে এমনটি করা হয়েছিল

 

ভু্ক্তভোগী পরীক্ষার্থীর পরিবার জানায়, ওই কেন্দ্রে পুরুষ পরীক্ষক ও অন্যান্য পরীক্ষার্থীদের সামনেই নারীদের সঙ্গে এমন আচরণ করা হয়। বিষয়টি তাদের মধ্যে মানসিক ট্রমার সৃষ্টি করেছে।

এদিকে, এ ঘটনায় রাজ্যটির নারী কমিশনে একটি মামলা করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ