20 C
আবহাওয়া
১:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে নওমুসলিমকে গুলি করে হত্যা

বান্দরবানে নওমুসলিমকে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

বিএনএ, বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মোহাম্মদ ওমর ফারুক (৪৫) নামের মসজিদের এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির।

স্থানীয়রা জানান,  নিহত ফারুক নওমুসলিম ছিলেম। তিনি ত্রিপুরা সম্প্রদায়ের একজন সদস্য ছিলেন। এরপর কয়েক বছর আগে ইসলাম ধর্মগ্রহণ করেন তিনি। তুলাঝিড়িতে অস্থায়ী একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন তিনি। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ওসি তৌহিদ কবির বলেন, ঘটনাস্থল থানা থেকে ১৭ কিলোমিটার দূরে ও দুর্গম পায়ে হাটা পথে সেখানে যেতে হবে। সেনাবাহিনীর লংলাই সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।

বিএনএনিউজ/এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ