25 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিকেলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিকেলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আওয়ামী লীগ

বিএনএ, ঢাকা: রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর সামনে আজ বিকেলে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (১৯ মে) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠন এ শান্তি সমাবেশের আয়োজন করবে। এ দিন রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় পদযাত্রার কর্মসূচি রয়েছে বিএনপির।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের পাশাপাশি এ দিন দলটির সহযোগী সংগঠন যুবলীগও শান্তি সমাবেশ করবে। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বেলা ১১টায় যাত্রাবাড়ী এলাকার কাজলা ব্রিজ মসজিদসংলগ্ন স্থানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ