22 C
আবহাওয়া
১০:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে গ্যাসের বিস্ফোরণ,চিকিৎসাধীন একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাসের বিস্ফোরণ,চিকিৎসাধীন একজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন(৪০) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল পৌনে ১০ টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, গত ১০ মে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ হয়ে একই পরিবারের চারজন আমাদের এখানে আসে। এদের মধ্যে আজ সকালে আনোয়ার হোসেন নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছিল।ওই ঘটনায় তার স্ত্রী রোজিনার শরীরের ১৪ শতাংশ ও ছেলে রোহানের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়। তারা চিকিৎসাধীন আছেন। তাদের আরেক ছেলে রোমান প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাসার মালিক কাওছার আহমেদ বলেন, দগ্ধ আনোয়ার হোসেন আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর আগে আনোয়ার হোসেন আমাকে জানান একটি সিগারেট ধরাতেই মুহূর্তেই শরীরে আগুন লেগে যায়।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ