19 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কাল সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

কাল সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি

বিএনএ, ঢাকা: অবকাশ যাপনের উদ্দেশ্যে আগামীকাল শুক্রবার (২০ মে) সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য ১৮ মে থেকে ২২ মে পর্যন্ত সাধারণ পর্যটকদের বাড়তি নিরাপত্তার মধ্যদিয়ে সাজেকে যেতে হবে। ২৩ মে থেকে সব কিছু স্বাভাবিক নিয়মে চলবে।

বৃহস্পতিবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসন মোহাম্মদ মিজানুর রহমান।  তিনি বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অবকাশ যাপনে আগামীকাল ২০ মে (শুক্রবার) সাজেক আসছেন এবং তিনি একদিন সাজেকে অবস্থান করে পরের দিন ২১ মে (শনিবার) আবার ফিরে যাবেন। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তার বিষয়ে সার্বিক তদারকি চলছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ