31 C
আবহাওয়া
১২:২২ অপরাহ্ণ - মার্চ ১৬, ২০২৫
Bnanews24.com
Home » তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৫৭ জনের মৃত্যু

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৫৭ জনের মৃত্যু

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৫৭ জনের মৃত্যু

বিএনএ বিশ্ব ডেস্ক: অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৩৩ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।৫৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট।

সংবাদ মাধ্যম আল জাজিরা ও এপি জানিয়েছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী নিখোঁজ রয়েছে।জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

আইওএম-এর ভূমধ্যসাগরীয় দপ্তরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এক টুইট বার্তায় বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সবাই বাংলাদেশি নাগরিক। গত রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছিলেন।

উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন,লিবিয়া থেকে ছাড়ার সময় নৌকাতে অন্তত ৯০ জন অভিভাসন প্রত্যাশী ছিলেন।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
পিলখানা হত্যাকাণ্ড: ২৩৯ জনের জামিনের বিষয়ে আদেশ আজ ২৩ জেলার ৭৪টি উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে ইসি চার দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন অ্যান্তোনিও গুতেরেস খুলনায় শহীদ হত্যা মামলার আসামি দুর্বৃত্তের গুলিতে নিহত আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন রায় ঘোষণা আজ দ্রুত সংস্কার করে নির্বাচনী পরিবেশ তৈরি করুন: এরশাদ উল্লাহ ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ২৩ ওসিকে পেটানোর হুমকি দেওয়া সন্ত্রাসী সাজ্জাদ গ্রেপ্তার আবু সাঈদের মত বুক ঝাঁজরা হয়ে যাবে, কিন্তু পিছনে ফিরে তাকাব না : মাহমুদুল হাসান বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি