17 C
আবহাওয়া
১:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন


বিএনএ, ডেস্ক :বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ  শুক্রবার (১৯ এপ্রিল)সম্পন্ন হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।

এবার ভোটার আছেন ৫৭১ জন। ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান।

এবার প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটিতে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেল থেকে লড়ছেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।

বিএনএ/ ওজি/এইচমুন্নী,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ