21 C
আবহাওয়া
১০:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বিমানবন্দরের সীমানা প্রাচীর ভেঙে ঢুকে পড়ল বাস, প্রকৌশলী নিহত

বিমানবন্দরের সীমানা প্রাচীর ভেঙে ঢুকে পড়ল বাস, প্রকৌশলী নিহত

বিমানবন্দরের সীমানা প্রাচীর ভেঙে ঢুকে পড়ল বাস, প্রকৌশলী নিহত

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সীমানা প্রাচীর( বাউন্ডারি ওয়াল) ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ভেতরে ঢুকে পড়েছে। এ ঘটনায় সিভিল এভিয়েশনের মাইদুল ইসলাম সিদ্দিকী নামে একজন প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার(১৯ এপ্রিল ২০২৪) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইদুল ইসলাম সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস সাংবাদিকদের জানান, রাজধানীতে চলাচলকারী রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তাঁর মোটরসাইকেলটি রাইদা পরিবহনের বাসে নিচে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বাসচালক, হেলপার পালিয়ে যায়। তবে বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান এসআই সুমন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ