21 C
আবহাওয়া
১০:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট


বিএনএ, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ৭টা থেকে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল নয়টায় যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, সড়কের কামাক্ষার মোড় এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ থেকে এ যানজটের সৃষ্টি হয়। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। এতে করে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, মহাসড়কের কামাক্ষার মোড় নামক স্থানে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ ঘটলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক থেকে গাড়ি দু’টি সরিয়ে নেওয়া হলে বেলা ৯টার পর থেকে পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ