বিএনএ, স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজের দীর্ঘ বিরতিতে বাংলাদেশ। যদিও ১ মে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ পুরুষ দল। তারও আগে শ্রীলঙ্কা সফরে যাবে নারী ক্রিকেট দল। তবে ঈদের পরপরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
বুধবার (১৯ এপ্রিল) সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে একটি চার দিনের ম্যাচ, একটি টি-টুয়েন্টি ছাড়াও পাঁচটি ওয়ানডে খেলবে দুই দল। ২৬ এপ্রিল ঢাকায় পৌঁছে সরাসরি চট্টগ্রাম চলে যাবে পাকিস্তান যুবারা। ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে চার দিনের ম্যাচটি।
এরপর ৬ ও ৮ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। সেখান থেকে দুই দল চলে যাবে রাজশাহী। ১১, ১৩ ও ১৫ মে ওয়ানডে সিরিজের শেষ তিন ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শেখ কামরুজ্জামান স্টেডিয়ামে। ১৭ মে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচও গড়াবে একই ভেন্যুতে।
বিএনএ/ এমএফ