26 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মিলানকে রুখেও স্বপ্নভঙ্গ নাপোলির

মিলানকে রুখেও স্বপ্নভঙ্গ নাপোলির

মিলান

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে এসি মিলানকে জিততে দেয়নি নাপোলি। শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছে। মঙ্গলবার রাতের ম্যাচে যোগ করা সময়ে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে তারা। তাতে স্বপ্ন বাঁচেনি নাপোলির। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলেও শেষ চারে স্বপ্নভঙ্গ হয়েছে ইতালির লিগে শীর্ষে থাকা দলটির।

অন্যদিকে প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জয় পাওয়া এসি মিলান দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে ইউরোপ সেরার লড়াইয়ের শেষ চারে পা রেখেছে।

নাপোলির ম্যারাডোনা স্টেডিয়ামে ম্যাচের ৪৩ মিনিটে প্রথম লিড নেয় এসি মিলান। গোল করেন ফ্রান্স স্ট্রাইকার অলিভার জিরুদ। তাকে দারুণ এক সহায়তা দেন রাফায়েল লিও।

এরপর যোগ করা সময়ে ভিক্টর ওসিমেন নাপোলিকে সমতায় ফেরান। ইনজুরির কারণে প্রথম লেগে খেলতে পারেননি তিনি। নাইজেরিয়ান স্ট্রাইকারে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর আশা দেখেছিল নাপোলি। কিন্তু আশা দেওয়া গোলটা বড্ড দেরি করেই পান তিনি।

সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এসি মিলানকে সেমিফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন দলটির ফ্রান্স গোলরক্ষক মাইক ম্যাইগনান। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও দুর্দান্ত সব সেভ দিয়েছেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ