14 C
আবহাওয়া
৯:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে হিমাগারে আগুন

চট্টগ্রামে হিমাগারে আগুন

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে আগুন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বাকলিয়ায় একটি হিমাগারে আগুন লেগেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে রাজখালী এলাকায় জনতা কোল্ড স্টোরেজ নামে হিমাগারে এই আগুন লাগে

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মিজানুর রহমান নামে একজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণে এলাকায় তীব্র ধোঁয়া এবং দুর্গন্ধের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সেখানে যায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, শুটকির কোল্ড স্টোরেজে বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। চারদিকে ধোঁয়া এবং দুর্গন্ধ ছড়িয়েছে। গন্ধযুক্ত ধোঁয়ার কারণে কাছে যাওয়া যাচ্ছে না। এখনই ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা সম্ভব নয়। ফায়ার সার্ভিস কাজ করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ