14 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » খেরসন সফর করলেন পুতিন

খেরসন সফর করলেন পুতিন


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের রুশ-অধিকৃত খেরসন অঞ্চলের কিছু অংশ সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটিকে এক ‘বিরল’ সফর বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হচ্ছে, যদিও মার্চ মাসে তিনি ইউক্রেনের আরেকটি রুশ- অধিকৃত শহর মারিউপোলে এক আকস্মিক সফরে গিয়েছিলেন।

ক্রেমলিন জানিয়েছে, খেরসনে পুতিন সেনা কম্যান্ডারদের একটি বৈঠকে যোগ দিয়ে তাদের দেয়া রিপোর্ট শোনেন।

পুতিন এ ছাড়াও লুহানস্ক অঞ্চল সফর করেছেন বলে মনে করা হচ্ছে।

ক্রেমলিনের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, মি পুতিন হেলিকপ্টারে করে এসে খেরসন অঞ্চলের একটি কন্ট্রোল রুমে এক বৈঠকে বক্তব্য রাখছেন।

ভিডিওর আরেকটি অংশে তাকে ভিন্ন পোশাকে অধিকৃত লুহানস্কের ভস্টকে ন্যাশনাল গার্ডের হেডকোয়ার্টার সফর করতেও দেখা যায়।

গত বছর ইউক্রেনের এ দুটি অধিকৃত অঞ্চলকে রাশিয়া তার অঙ্গীভূত করে নেয়।

খেরসন হচ্ছে ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী যা রাশিয়া ২০২২এর ফেব্রুয়ারির অভিযানের পর দখল করতে পেরেছিল, কিন্তু বছরের শেষ দিকে রুশ বাহিনী শহরটি ছেড়ে চলে যায়। তবে শহর ত্যাগ করলেও খেরসনের কিছু অঞ্চল এখনো রুশ দখলে আছে।

এ সফরে পুতিনের সাথে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বা সেনাবাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ছিলেন না।

মস্কো বলেছে, নিরাপত্তা ঝুঁকির কারণে শীর্ষ সামরিক নেতারা একসঙ্গে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি যাননি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ