29 C
আবহাওয়া
১:১০ পূর্বাহ্ণ - মার্চ ২০, ২০২৫
Bnanews24.com
Home » ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৯

ডিএমপির ৫ থানায় নতুন ওসি

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৯ মার্চ) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে তিনজন ডাকাত, আটজন পেশাদার ছিনতাইকারী, দুইজন চাঁদাবাজ, ১০জন চোর, ২৭জন মাদক কারবারি, ৪৩জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

এ অভিযানে চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, দুটি মোবাইল ফোন, ও নগদ ১১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়াও একটি গাড়ি ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে এক হাজার ৬১৩ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন ও দুই কেজি ৯৯০ গ্রাম গাঁজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি।

এ ছাড়া ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ