বিএনএ, চট্টগ্রাম: ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘বুড়ির নাতি’ ওরফে ‘ছোট সাজ্জাদ’কে গ্রেফতার করেছে পুলিশ । পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন ফের ভিডিও বার্তায় বলেছেন, যারা অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম আদালতে মামলা করবো।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে ছড়িয়ে পড়া এই ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিও বার্তায় তিনি বলেন, যারা ফেসবুকে পোস্ট করছেন আমি আসলে আপনাদের কোন ক্ষতি করি নাই। আপনাদের নাম ধরবনা। আপনারা জানেন আমি কাকে বলতেছি। আপনারা আমাকে নিয়ে পোস্ট করে কি লাভ। আমি তো আপনাদের দুষমন না। আপনাদের শত্রু না। আপনাদের কাউকে চিনিনা। আমি ভালবেসে সাজ্জাদকে বিয়ে করেছি। আমি যদি আপনাদের নিয়ে পোস্ট করতাম আপনারা যদি পোস্ট করতেন এটা একটা সৌন্দর্য। আমি চাকরি করছি বিদেশে। আমার স্বামীর জন্য ভিক্ষা করতে হলে আমি তাও করবো।
গেল শনিবার রাত সাড়ে ১০ টায় ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে গ্রেফতার করা হয় সাজ্জাদকে। পরদিন রোববার তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। দুটি হত্যা মামলায় সাজ্জাদ এখন সাতদিনের রিমান্ডে আছে। সাজ্জাদকে গ্রেফতারের পরদিন বিকালে তামান্নার আরেকটি ভিডিও ভাইরাল হয়। এতে তামান্না বলেন, আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। এতদিন আমরা পলাতক ছিলাম। এখন খেলা শুরু হবে।
শনিবার ঢাকায় গ্রেফতারের সময় ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়,সাজ্জাদ গ্রেফতারের সময় তামান্না তামান্না বলে চিৎকার করছেন। তামান্না সাজ্জাদ গ্রেফতারের আগ মুহূর্তে সটকে পড়ে। এই ভিডিও নিচে নানা মন্তব্য দেখা যায়। তাতে বেশিরভাগই লেখেন বিপদের সময় পালিয়েছে স্ত্রী।
সর্বশেষ মঙ্গলবার তামান্না জাতীয় পত্রিকার এক সাংবাদিককে ইঙ্গিত করে ভিডিও করেছেন বলে ধারনা করা হচ্ছে। এই পত্রিকায় তামান্নার বিস্তারিত তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবারের ভিডিওতে তামান্না বলেন, ‘আপনারা জানেন আমি ইঙ্গিত করে কথা বলছি’।
বিএনএনিউজ/ নাবিদ