31 C
আবহাওয়া
৭:০৬ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ফটিকছড়িতে বিএনপির ২ গ্রুপে মারামারিতে যুবক নিহত

ফটিকছড়িতে বিএনপির ২ গ্রুপে মারামারিতে যুবক নিহত

ফটিকছড়িতে বিএনপির ২ গ্রুপে মারামারিতে যুবক নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত যুবকসহ মারামারিতে জড়িতরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অন্তর্দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল ব্যক্তিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত মো. রমজান আলী (২০) শান্তিরহাট বাজারের পাশে পূর্বতারা গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, মারামারিতে রমজান ও আহমদ ছফা এবং তাদের সঙ্গে আরও লোকজন একপক্ষে ছিল। তাদের প্রতিপক্ষ ছিল স্থানীয় হাসান গ্রুপের লোকজন।

তাদের মধ্যে একটি মোটর সাইকেল নিয়ে আগে থেকে বিরোধ চলছিল। এর জেরে রমজান ও আহমদ ছফা বাজারে গেলে হাসান গ্রুপের লোকজন তাদের ঘিরে ফেলে। এ সময় উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। রমজান ও ছফা মিলে হাসানকে মেরে জখম করে।

পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, হাসানকে মারধরের সময় তার লোকজন রমজানকে ছুরিকাঘাত করে। এর পর মারামারি থেমে যায় এবং উভয়পক্ষের জড়িতরা ঘটনাস্থল থেকে সরে যায়। আহত রমজানকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাসানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বলে তিনি জানান।

জানা গেছে, মারামারিতে জড়িতরা ফটিকছড়িতে মনোনয়ন প্রত্যাশী দুই বিএনপি নেতার অনুসারী হিসেবে পরিচিত। অন্তর্দ্বন্দ্বের জেরে এ দুই নেতার অনুসারীদের মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, জড়িতরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। উভয়পক্ষের মধ্যে দলীয় অন্তর্দ্বন্দ্ব আছে। আমরা তদন্ত করে দেখছি। গ্রেফতার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ