বিএনএ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি আবদুল বারীকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) আসিফ ইমাম বিষয়টি নিশ্চিত করেন।
আসিফ ইমাম জানান, ওসি আবদুল বারীকে বিভিন্ন কারণে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা রেঞ্জ অফিসে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, অভিযোগ রয়েছে ওসি আবদুল বারী সোনারগাঁ থানায় দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। তিনি টাকা নিয়ে নির্দোষ ব্যক্তিদের বিভিন্ন মামলায় ফাঁসাতেন এবং প্রকৃত অপরাধীদের ছাড়িয়ে দিতেন। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের আসামি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ছাড়া ধর্ষণ মামলার প্রকৃত আসামিদের রক্ষা করে নিরীহ ব্যক্তিদের আসামি সাজিয়ে গ্রেপ্তার দেখানোরও অভিযোগ রয়েছে।
বিএনএনিউজ/ আরএস/শাম্মী