32 C
আবহাওয়া
২:৫২ অপরাহ্ণ - আগস্ট ১৮, ২০২৫
Bnanews24.com
Home » আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যে তারকারা

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যে তারকারা

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যে তারকারা

বিএনএ, ডেস্ক: এবারের ‘আইপিএল-২৫’র উদ্বোধনী পর্বও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে। চোখ ধাঁধানো বিভিন্ন সিগমেন্টে অংশ নেবেন খ্যাতিমান তারকারা। ক্রিকেটের এ আয়োজন দর্শকদের ব্যাপক বিনোদন দেবে। এবার উদ্বোধনী অনুষ্ঠানটি ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। উল্লেখ করার মতো ব্যাপার হলো, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খানসহ বেশ কয়েকজন বলিউড তারকা অংশগ্রহণ করবেন।

জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত এ আয়োজনে উপস্থিত থাকবেন। এ তালিকায় আমেরিকান পপ ব্যান্ড ‘ওয়ানরিপাবলিক’র নামও রয়েছে। ব্যান্ডটিকে গ্র্যান্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয়েছে।

শাহরুখ খান তার দল ‘কেকেআর’র সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার সিনেমা ‘সিকান্দার’ প্রচার করতে আসছেন। এ সন্ধ্যাটি অত্যন্ত বিশেষ হতে যাচ্ছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুশমান খুরানা, সারা আলি খানও উপস্থিত থাকার কথা রয়েছে।

‘আইপিএল’র উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানী, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। ‘ওয়ানরিপাবলিক’ ব্যান্ডটিকে করণ অউজলা এবং দিশা পাটানীর সাথে পারফর্ম করতে দেখা যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক নামী দামী খেলোয়াড়রাও উপস্থিত থাকবেন।

‘আপিএল’র ১৮তম সিজনের শুরু হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে। এ সিজনে ১০টি দল–গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। মোট ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে খেলবে। ২৫ মে অনুষ্ঠিত হবে ‘আইপিএল’র গ্র্যান্ড ফাইনাল।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ