31 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৫
Bnanews24.com
Home » যশোরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ: বাবা ও কন্যাসহ নিহত ৩

যশোরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ: বাবা ও কন্যাসহ নিহত ৩

যশোরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ: বাবা ও কন্যাসহ নিহত ৩

যশোরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ: বাবা ও কন্যাসহ নিহত ৩

বিএনএ,যশোর: যশোরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে বাবা ও কন্যাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নবীবনগর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – যশোরের ঝিকরগাছা উপজেলার বামনালী গ্রামের হাসান ইকবাল (৪৫) ও তার মেয়ে রত্না খাতুন (১৪) এবং গদখালী এলাকার মেহের আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০)।

আহত দুজন হলেন হাসান ইকবালের স্ত্রী হালিমা খাতুন (৩৮) ও ভ্যানচালক গদখালীর সৈয়দপুর এলাকার বাবলু (৩৫)।

স্থানীয়রা জানান, আহত ভ্যানচালক বাবলু ও নিহত হাসানের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান বলেন, সকাল পৌনে ৭টার দিকে যশোরমুখী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত এক নারীকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ