31 C
আবহাওয়া
১:০৭ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল

বোয়ালখালীতে শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল

বোয়ালখালীতে শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল

বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশ শিক্ষক ফেডারেশন বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ফেডারেশনের বোয়ালখালী উপজেলা সদস্য মুহাম্মদ হারুন অর রশিদের সঞ্চালনা ও সভাপতি মাওলানা দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক জাফর ছাদেক।

বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ঈসমাইল হক্কানী, চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের পরিচালক ও চট্টগ্রাম-৮ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের। এতে ফেডারেশনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন আমাদের শিক্ষা ব্যবস্থার কোন উন্নতি হয়নি, পড়ালেখার পরেও মানসম্মত মানুষ আমরা তৈরি করতে ব্যর্থ হচ্ছি, যার ফলে বড় বড় ক্যাম্পাস থেকে শুরু করে গ্রামের প্রতিষ্ঠানেও ছাত্রদের হাতে শিক্ষকদের নিরাপত্তা নেই। তাই এ শিক্ষা ব্যবস্থার মূলোৎপাটন করে কুরআন, সুন্নাহ ও নৈতিকতার আলোকে নতুন সিলেবাস ও পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। শিক্ষকদেরকে নৈতিক মানে উন্নীত হতে হবে। আদর্শ ছাত্র গড়তে হলে আদর্শ শিক্ষকের বিকল্প নেই।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ