20 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » খুলনায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল বউ-শাশুড়ির

খুলনায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল বউ-শাশুড়ির

খুলনায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল বউ-শাশুড়ির

বিএনএ, খুলনা: খুলনায় ইঁদুর মারার বৈদ্যুতিক তারে জড়িয়ে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে দাকোপ উপজেলার হরিণটানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাশুড়ি চপলা গাইন (৬৫) ও পুত্রবধূ টুম্পা গাইন (৩৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১১টার দিকে উপজেলার লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন ধানক্ষেতের বেড়িবাঁধে সবজি তুলতে যান। সেখানে একপর্যায়ে তিনি পল্লী বিদ্যুতের সংযোগ দিয়ে ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগে জড়িয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে রক্ষায় ছেলের বউ টুম্পা গাইন এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।

লাউডোব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ যুবরাজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ধানক্ষেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে পর পর দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি দুঃখজনক।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ