বিএনএ, ঢাকাঃ ঢাকার সাভারের ইপিজেডে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে ডিইপিজেডের পুরাতন জোনের প্যাকজার কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট ৭টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আগুন নির্বাপণের পর এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
বিএনএ/এমএফ