বিএনএ, ডেস্ক : ফরিদপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে বোয়ালমারী উপজেলায় মাজকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনচাকি মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল খান উপজেলার শেখর ইউনিয়নের বড়গা গ্রামের হাসান খানের ছেলে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আশরাফুল খান রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বিএনএ/ ওজি