28 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ৪ প্রতিষ্ঠানের সঙ্গে বেপজার চুক্তি, বিনিয়োগ হবে ৫০ মিলিয়ন ডলার

৪ প্রতিষ্ঠানের সঙ্গে বেপজার চুক্তি, বিনিয়োগ হবে ৫০ মিলিয়ন ডলার


বিএনএ, ঢাকা : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, চীন ও শ্রীলঙ্কার মালিকানাধীন ৩টি এবং বাংলাদেশি একটি প্রতিষ্ঠানে সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বেপজা কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রতিষ্ঠানগুলো গার্মেন্টস, গার্মেন্টস এক্সেসরিজ, ক্যাম্পিং ইকুইপমেন্টস ও স্যু এক্সেসরিজ শিল্পে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। যেখানে ২৩ হাজার ৪৫৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ইউনিভোগ গার্মেন্টস কোম্পানি লিমিটেডের পরিচালক জনাথ প্রিয়াস্থা, ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়েল কোম্পানি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান হি জেইকুন, ক্যাম্পেক্স (বিডি) লিমিটেডের প্রতিনিধি শাহাদাত মুশাররফ ও টেক্সট্রিম লেবেলন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রতিষ্ঠানসমূহের মধ্যে শ্রীলংকান শিল্প প্রতিষ্ঠান ইউনিভোগ গার্মেন্টস কোম্পানি লিমিটেড ৩৬ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপন করবে।

প্রতিষ্ঠানটি বার্ষিক ৩২ দশমিক ১৪ মিলিয়ন পিস ওভেন বোতাম এবং ওভেন জ্যাকেট উৎপাদন করবে। যেখানে ১৭ হাজার ৮৯৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন চীনা প্রতিষ্ঠান ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়েল কোম্পানি (বিডি) লিমিটেড ২০ লাখ ২২ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি স্যু এক্সেসরিজ শিল্প স্থাপন করবে।

প্রতিষ্ঠানটি বার্ষিক ৩৫ হাজার টন স্যু এক্সেসরিজ (ফোম, ফোম পিইউ ইনসোল, লেমিনেশন গুডস, ফুটওয়্যার আইটেম ইত্যাদি) এবং প্যাকেজিং আইটেম (কার্টুন, পেপারবোর্ড বক্স, ইনার বক্স, চিপবোর্ড প্যাকেজিং ইত্যাদি) উৎপাদন করবে যেখানে ৩৬০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ক্যাম্পেক্স (বিডি) লিমিটেড, যুক্তরাষ্ট্র মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানটি ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি তাঁবু, তাঁবু সরঞ্জাম এবং আউটডোর গার্মেন্টস উৎপাদনকারী শিল্প স্থাপন করবে যেখানে ৫ হাজার জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রতিষ্ঠানটি বার্ষিক ৫০ লাখ পিস তাঁবু, ব্যাক প্যাক, স্লিপিং ব্যাগ, মুভি ক্লিন, প্রজেক্টর, স্ক্রিন ওয়াল, লকার, সান স্ক্রিন, ব্যালকনি স্ক্রিন, সিট কভার, ক্যাম্পিং ফার্নিং রেইনকোট, জ্যাকেট, ইত্যাদি উৎপাদন করবে।

১০ লাখ ২৭ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বাংলাদেশি কোম্পানি টেক্সট্রিম লেবেলস (বিডি) লিমিটেড একটি গার্মেন্টস এক্সেসরিজ এবং পেপার কনভাট শিল্প স্থাপন করবে যেখানে ১৯৭ নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটি বার্ষিক ১১ হাজার ৭১৭ টন প্লুটার মার্কিং পেপার, কেয়ার লেবেল, মাস্টার কার্টুন বক্স, স্ক্রিন প্রিন্ট লেবেল, ট্যাগ ইত্যাদি উৎপাদন করবে।

চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে স্থাপিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস এসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি এস এম খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ