25 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ২১ ফেব্রুয়ারি নাশকতার হুমকি নেই: ডিএমপি কমিশনার 

২১ ফেব্রুয়ারি নাশকতার হুমকি নেই: ডিএমপি কমিশনার 


বিএনএ ডেস্ক, ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঘিরে এখন পর্যন্ত কোন প্রকার হামলা বা নাশকতার হুমকী নেই গোয়েন্দা সংস্থার কাছে। এমন তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার কমিশনার মো. শফিকুল ইসলাম।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জানান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, বোম্ব ডিজপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ডিবি, র‍্যাব ও সোয়াটের টিম কাজ করবে।

ডিএমপি কমিশনার জনান, শহীদ মিনারে আগতদের তল্লাশীর মাধ্যমে প্রবেশ করতে হবে। মানতে হবে কোভিড স্বাস্থ্যবিধি। জানান, ২১ ফেব্রুয়ারি কেউ ব্যাগ নিয়ে শহীদ মিনারে যেতে পারবের না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আজ রাত থেকেই তল্লাশি শুরু করার কথা জানান ডিএমপি কমিশনার।

শফিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করতে যাবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তবে তাদের জন্য সার্বিক নিরাপত্তার প্রস্তুতি নেয়া হয়েছে। জনান, বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করতে যাবেন তাদের জন্যও রাখা হবে আলাদা ব্যবস্থা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ