23 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০২ রোভারের দীক্ষা গ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০২ রোভারের দীক্ষা গ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০২ রোভারের দীক্ষা গ্রহণ

বিএনএ,জবি: দেশের সর্বাধিক প্রেসিডেন্ট’স এওয়ার্ডপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাজ প্রদান অনুষ্ঠান ২০২০ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লায় ১০২জন সহচরকে তিন দিনব্যাপী ক্যাম্প শেষে দীক্ষা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জবি রোভার ইন কাউন্সিলের সভাপতি মো. কামরুল ইসলামের ব্যবস্থাপনায়, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার এই দীক্ষা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন স্কাউট লিডার কাজী ফারুক হোসেন।

এসময় জবি রোভার-ইন-কাউন্সিলের সাবেক সভাপতি মো. আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহমুদ এবং মো. এনামুল হাসান কাওছারকে দীক্ষা ক্যাম্পের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। রোভার আনোয়ার হোসেনকে বিগত কাউন্সিলের শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট এর সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ সহচর ও জিনিয়াস সহচরকে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিএনএ/সাহিদুল,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ