20 C
আবহাওয়া
৩:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : ১৫ বছর ধরে পলাতক কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোহেল মিয়া অবশেষে চট্টগ্রামে র ্যাবের জালে ধরা পড়েছে। । বুধবার(১৮ জানুয়ারি) রাতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) র‍্যাব-৭ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৭ জানায়, ২০০৮ সালের ১৩ মার্চ কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে সোহেল। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে পলাতক থাকেন তিনি। সর্বশেষ চট্টগ্রামে এসে আত্মগোপন করেন। এই মামলায় ২০২১ সালের ১৫ মার্চ আদালত মো. সোহেল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পয়োয়ানা জারি করে।’

বুধবার রাতে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামি সোহেল পাহাড়তলী এলাকায় আত্মগোপন করে আছেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ