19 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » নোবিপ্রবি এডুকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াজ-রাফিউজ্জামান

নোবিপ্রবি এডুকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াজ-রাফিউজ্জামান


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিজ্ঞান অনুষদ কর্তৃক গঠিত ‘এডুকেশন ক্লাব’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শিক্ষা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসেন রিয়াজ সভাপতি এবং শিক্ষা প্রশাসন বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী রাফিউজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৮জানুয়ারি) বিকেলে ক্লাবের এক সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেন ক্লাবের উপদেষ্টা ও শিক্ষা বিভাগের চেয়ারম্যান বিপ্লব মল্লিক এবং শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ- সভাপতি আজগর হোসেন (১৩তম ব্যাচ-শিক্ষা বিভাগ) সহ- সভাপতি নওশিন শরমিলী (১৪তম ব্যাচ-শিক্ষা প্রশাসন বিভাগ) যুগ্ম-সাধারণ সম্পাদক তিরু সরকার (১৪তম ব্যাচ, শিক্ষা প্রশাসন বিভাগ), আব্দুল খালেক (১৪তম ব্যাচ, শিক্ষা বিভাগ), সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন (১৩তম ব্যাচ, শিক্ষা বিভাগ), সহ-সাংগঠনিক সম্পাদক মাশরুর হাসান (১৪তম ব্যাচ, শিক্ষা বিভাগ), অর্থ সম্পাদক তামান্না ফেরদৌস তাম্মি (১৩তম ব্যাচ-শিক্ষা বিভাগ ),প্রকাশনা সম্পাদক শিশির চন্দ্র পন্ডিত (১৪তম ব্যাচ- শিক্ষা প্রশাসন বিভাগ), দপ্তর সম্পাদক কনক শৰ্মা জয় (১৩তম ব্যাচ-শিক্ষা বিভাগ) জনসংযোগ সম্পাদক নুমান রাশেদ (১৪তম ব্যাচ- শিক্ষা প্রশাসন বিভাগ), সংস্কৃতি বিষয়ক সম্পাদক তানজিনা তাবাসসুম (১৪তম ব্যাচ-শিক্ষা বিভাগ) পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক তাসনিম অরিন ( ১৪তম ব্যাচ-শিক্ষা বিভাগ), শিক্ষা ও গবষেণা সম্পাদক তাহসিন আহমেদ (১৪তম ব্যাচ-শিক্ষা বিভাগ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ বাবু (১৪তম ব্যাচ-শিক্ষা বিভাগ), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবি ইসলাম (১৪তম ব্যাচ-শিক্ষা বিভাগ)৷

কার্যনির্বাহী সদস্যরা হলেন- আশারাতুল মুবাশশিরা শিক্ষা বিভাগ, ঐশিতী সরকার শিক্ষা প্রশাসন বিভাগ, আশিকুর রহমান, তাসনিম কাঁকন অর্নি, মুসলিমা আফরোজ শিক্ষা বিভাগ, তান্না মজুমদার, শামিমা খানম মিতু, আহমেদ করিম মাহমুদ, তারেক মুকতার, শাহরিয়ার রহমান, নাইম হাসান শিক্ষা বিভাগ, ফজলে রাব্বি সনি, মুজতবা ফয়সাল নাঈম, শাহরিয়ার খান অপূর্ব।

ক্লাবটির সভাপতি ইমরান হোসেন রিয়াজ বলেন, ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যতের দক্ষ সংগঠক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা নিয়ে নিত্যনতুন পরিকল্পনা নিয়ে কাজ করার, শিক্ষা গবেষণায় আগ্রহী করে গড়ে তোলাসহ দেশের শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে সাহায্য করবে।

সাধারণ সম্পাদক রাফিউজ্জামান বলেন, এডুকেশন ক্লাব সকল সাধারণ শিক্ষার্থী এবং পুরো শিক্ষা বিজ্ঞান অনুষদের উৎকর্ষ ও উন্নতি সাধনে কাজ করবে।বিভিন্ন শিক্ষামূলক আয়োজন,গবেষণার উন্নয়নের লক্ষ্যে এডুকেশন ক্লাব সকল সদস্যদের নিয়ে কাজ করবে।

বিএনএ/শাফি,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত