17 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ৯

মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ৯

ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ৯ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি ট্রাকের সাথে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং তিনজন মহিলা নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে মুম্বাই-গোয়া মহাসড়কের মানগাঁওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকটি যখন মুম্বাই যাচ্ছিল, তখন গাড়িটি রত্নাগিরি জেলার গুহাগরের দিকে যাচ্ছিল। গাড়ির ভয়াবহ ধ্বংসাবশেষ দুর্ঘটনার তীব্রতা নির্দেশ করে। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর কিছুক্ষণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষে মহাসড়কে যানবাহন চলাচল আবার শুরু হয়েছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে বলে পুলিশ আরও জানায়।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ