26 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » ফুলগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ফুলগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত


বিএনএ, ফেনী : ফুলগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রবিউল আউয়াল রাফিত (১৭)নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমজাদহাট ইউনিয়নের কিল্লার দীঘি নামকস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় রাফিত গুরুতর আহত হন।

তাকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়।সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

নিহত রাফিত পরশুরামের চিথলিয়া নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন বলে জানা গেছে।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা