21 C
আবহাওয়া
৮:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ফিরেছে শিরোপাজয়ী বাংলাদেশ দল

দেশে ফিরেছে শিরোপাজয়ী বাংলাদেশ দল


বিএনএ, স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ইতিহাস গড়ে সোমবার (১৮ নভেম্বর) বিকেলে দেশে ফিরেছেন তারা।

বিমান বন্দরে পা রাখার পর এশিয়া কাপ জয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।

এরপর বিসিবির পক্ষ থেকে চ্যাম্পিয়নদের জন্য রিসিপশনের আয়োজন করা হচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন ডিনারের দাওয়াত দিয়ে রেখেছেন চ্যাম্পিয়নদের। সেটা আয়োজন হতে পারে আগামীকাল মঙ্গলবার রাতে।

উল্লেখ্য, রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আশিকুর রহমানের ১২৯ রানে ভর করে ৮ উইকেটে ২৮২ রান তুলেছিল বাংলাদেশের যুবারা। জবাবে রান তাড়ায় আমিরাতকে ২৪ দশমিক ৫ ওভারে ৮৭ রানে অল-আউট করে ১৯৫ রানে জিতেছে বাংলাদেশ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ