23 C
আবহাওয়া
১২:৩০ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ট্রেনের ধাক্কায় মৃত্যু

ট্রেনের ধাক্কায় মৃত্যু

ট্রেনের ধাক্কায়

ঢামেক হাসপাতাল প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ সজল (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন । সোমবার (১৮ ডিসেম্বর ) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘তেজগাঁও রেলগেট কাঁচাবাজারের কাছে ওই ব্যক্তি অসতর্কভাবে রেললাইনের উপর দিয়ে হাঁটছিল। এমন সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল মান্নান জানান, আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মান্নান আরও বলেন, ‘আমরা তার সঙ্গে থাকা মোবাইলের মাধ্যমে তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি।

 ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক  দুপুর ১টার দিকে মোহাম্মদ সজলকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএ,আহা,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ