27 C
আবহাওয়া
৯:৫৯ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশী বাধা

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশী বাধা


বিএনএ, বরিশাল : সংসদ নির্বাচনকে প্রহসনের একতরফা নির্বাচন দাবি করে তা বাতিলের দাবিতে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় অভিমুখে বের হওয়া বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এই বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করলে নগরীর লাইন রোডের মুখে পুলিশ তা আটকে দেয়। এসময় নেতাকর্মীদের ধাক্কা দিয়ে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সভা করে কর্মসূচির শেষ করেন আয়োজকরা।

এসময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা শাহ আজিজুর রহমান খোকন, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার সমন্বয়ক ডা. মণীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈ।

অগণতান্ত্রিক এই নির্বাচনের বিরুদ্ধে বাম জোটের মিছিলে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে পুলিশ বাম জোটের নেতাদের ওপর হামলা করেছে। সংবিধান স্বীকৃত সভা সমাবেশের অধিকার তারা অস্বীকার করে, আবার সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনকে জায়েজ করতে চায়। বাম জোটের মিছিলে এই পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, জনগণকে সঙ্গে এই অগণতান্ত্রিক একতরফা নির্বাচন প্রতিহত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ