25 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু


বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবক  আমজাদ হোসেন (২২) মারা গেছেন। । শনিবার রাত ১২টায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমজাদ উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের মো. ফারুক হোসেনের পুত্র।

রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে। জানা গেছে, আমজাদের স্ত্রী নয়মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানকে নিয়ে তার ছিল অনেক আশা। আর সেই নবজাতকের মুখ দেখার সামান্য কয়টা দিন আগেই আমজাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে আমজাদের স্ত্রীর আহাজারিতে শোকের ছায়া নেমেছে তার বাড়িতে।

মিঠানালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আজিম হোসেন বলেন, গত ১৫ নভেম্বর আমজাদ নতুন মোটরসাইকেল ক্রয় করে। গত ১৪ ডিসেম্বর বাড়ি থেকে মিরসরাই যাওয়ার পথে নাজিরপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। এরপর চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যায়।

মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ