বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালীতে ২০২৩ সালের ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য গোলামানে গাউছুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের উদ্যোগে রহমাতুল্লিল আ’লামিনের (সাঃ) শুভ আগমন ও ওরছে গাউছুল আজম দস্তগীর (রাঃ) উপলক্ষে ২ দিন ব্যাপী ১৮তম ফ্রি চিকিৎসা সেবা ও আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।। শুক্রবার (১৬ ডিসেম্বর)বিকেলে আস্তানা-এ-গাউসুল আজম দস্তগীর (রাঃ) এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলার উত্তর সারোয়াতলী মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ২ জানুয়ারি বাদ এশা খতমে বোখারী শরীফ, ৩ ও ৪ জানুয়ারি মিলাদ মাহফিল, খতমে কোরআন, খতমে গাউছিয়া ও সকাল ১০ টা থেকে ৪টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া আগত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ফ্রি কোরআন মাজিদ ও বিভিন্ন কিতাব বিতরণ করা হবে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও মুহাম্মদ আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি হাজী আবু তাহের, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল মনছুর, দপ্তর সম্পাদক মুহাম্মদ অহিদুল আলম ওয়াহিদসহ আরো অনেকে।
শেষে মাওলানা সেলিম উদ্দীন কাদেরী দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বিএনএ/ বাবর মুনাফ,ওজি