25 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম টেস্টে ভারতের দেওয়া ৫১৩ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টে ভারতের দেওয়া ৫১৩ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ।

লড়াই টিকিয়ে রেখেছেন সাকিব-মিরাজ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টে ভারতের দেওয়া ৫১৩ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। তবে ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ফলে জয়ের জন্য বাংলাদেশকে গড়তে হবে বিশ্বরেকর্ড। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ দল।

ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান উদ্বোধনী জুটিতে ১২৪ রান তুলে দেওয়ার পর বাংলাদেশ এই ম্যাচ জিততেও পারে, এমন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকরা।

মেহেদি হাসান মিরাজ আর সাকিব আল হাসান শেষ বিকেলে প্রতিরোধ গড়লে ক্ষীণ সম্ভাবনা জেগেছিল ভালো কিছু হওয়ার। যদিও বাস্তবতা আর স্বপ্ন এক নয়। সকাল সকাল সাজঘরে ফিরে গেছেন মেহেদি হাসান মিরাজ।

বিএনএ / এমএফ

Loading


শিরোনাম বিএনএ