17 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নাসিরকে ভুলে নতুন প্রেমে সুবাহ!

নাসিরকে ভুলে নতুন প্রেমে সুবাহ!

সুবাহ

বিএনএ বিনোদন ডেস্ক: ক্রিকেটার নাসির হোসেনকে ভুলে এবার নতুন প্রেমে মজেছেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। এর আগেই (১২ নভেম্বর) ফেসবুক স্ট্যাটাসে নতুন প্রেমের খবর জানিয়েছেন সুবাহ। তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমি প্রেমে পড়েছি। নতুন এবং গভীরভাবে। খুব শিগগিরই আমি তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ইনশাআল্লাহ।’

গুঞ্জন উঠেছে, তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে প্রেম করছেন সুবাহ। নায়িকার ফেসবুক ওয়ালে পোস্ট করা ছবিতে সেই প্রেমের ইঙ্গিতই মিলছে। রাজধানীর বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে।

যেহেতু মাস খানেক আগেই সুবাহ নতুন প্রেমে পড়ার খবর জানিয়েছিলেন, তিনি বলেছিলেন খুব শিগগিরই প্রেমিককে পরিচয় করিয়ে দেবেন। তাহলে কী সংগীত তারকা ইলিয়াসই সুবাহর সেই প্রেমিক?

প্রসঙ্গত, নাসির-সুবাহর সম্পর্ক নিয়ে কম সমালোচনা ও ট্রল হয়নি। সেই ঘটনার পর ব্যাপক পরিচিত পান সুবাহ। সিনেমায় গান করতে এসে নায়িকা হয়ে গিয়েছেন। রীতিমতো ছয়টি ছবিতে অভিনয়ও করে ফেলেছেন। যদিও কোনোটিই এখনও মুক্তি পায়নি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ