বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে ৬ পরিবারের বসতঘর। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কৈখাইন উত্তরপাড়া রাহাতের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একই বাড়ির ফাতেমার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের সময় ফাতেমার পরিবারের কোনো সদস্যই বসতঘরে ছিলেন না।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, কৈখাইন গ্রামের চুন্নুু মিয়ার পুত্র নুর মোহাম্মদ(৬৫), সাহেব মিয়া (৪০), মোহাম্মদ ইউনুসের পুত্র দিদার মিয়া (৩০), মহিউদ্দিন (২৮), মোহাং দেলোয়ার (২৫) ও কন্যা মরিয়ম বেগম (৩০)।
আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, স্থানীয় এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে আমরা ২৬মিনিটে ঘটনাস্থলে পৌছাই। আমরা গিয়ে দেখতে পাই, আগুন জ্বলছে ২-৩টি বসতঘরে। মাত্র আধা ঘন্টার চেষ্টায় আমাদের একটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতি আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা হতে পারে।
বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী