31 C
আবহাওয়া
৩:২৫ অপরাহ্ণ - আগস্ট ৩১, ২০২৫
Bnanews24.com
Home » হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বিএনএ, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর সভার গয়াহরি গ্রামে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলে মারা গেছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন পৌরসভার সাবেক কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেবের মা-ভাই গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব (৭০) ও দুর্গা চরণ দেবের ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৫)।

জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে গয়াহরি গ্রামের বসত ঘরের বাথরুমে গোসল করতে যান অনিমা চন্দ্র দেব। বাথরুমের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় অনিমা চন্দ্র দেবকে বাঁচাতে ছেলে নিপেশ চন্দ্র দেব এগিয়ে গেলে অনিমাকে স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন নিপেশ। পরে পরিবারের লোকজন মা-ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার এসআই পিযুষ কান্তি দেব হাসপাতালে গিয়ে লাশের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিদ্যুৎম্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ