বার্লিন : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জার্মানি সফরের সময় গাজায় বিমান ও স্থল অভিযানের জন্য ইসরায়েলকে কটাক্ষ করে বলেন, যে ইহুদিদের পবিত্র গ্রন্থে শিশু ও হাসপাতালের ওপর হামলার কোনো স্থান নেই। সেখানে এমন কোন নির্দেশ বা পরামর্শ দেয়া হয় নি।
শুক্রবার(১৮ নভেম্বর) জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, “হাসপাতালে গুলি চালানো বা শিশুদের হত্যা করা তোরাতে(Torah) বিদ্যমান নেই, আপনি( ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে) এটি করতে পারেন না।” -আরবনিউজ।
সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কী, তা সারা বিশ্বের জানা উচিত-এরদোয়ান
বিএনএনিউজ২৪,জিএন