26 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বাসের ধাক্কায় প্রাণ হারাল বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন

বাসের ধাক্কায় প্রাণ হারাল বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন


বিএনএ, নাটোর: নাটোরের সড়কে প্রাণ হারাল বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন।শুক্রবার(১৮ নভেম্বর) বিকেলে লালপুরের গোপালপুর সড়কের ডেবর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ওসি মনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০), শহিদুল ইসলামের ছেলে মো. সোহাগ (৩৫), মৃত সোহাগের ছেলে মো. ইভান (৫)।

জানা যায়, মোটরসাইকেলযোগে শহিদুল ইসলাম (৬০), তার ছেলে মো. সোহাগ (৩৫), নাতি ইভান (৫) লালপুর থেকে গোপালপুরে যাচ্ছিল। এ সময় ১নং লালপুর ইউনিয়নের ডেবরপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এ সময় সোহাগ এবং ইভান ঘটনাস্থলেই নিহত হয়। পরে শহিদুলকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ