17 C
আবহাওয়া
৫:৩৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৫

শিক্ষা উপমন্ত্রীর নাম ব্যবহারকারী প্রতারক শিহাব ফের গ্রেপ্তার

বিএনএ,ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর)  ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি বলছে, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এ ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ১২৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৯৭ টি মামলা করা হয়েছে। গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে সাত হাজার ৫০৪ পিস ইয়াবা, ৫৪৬ গ্রাম হেরোইন, ১৩ দশমিক ২ লিটার দেশি মদ, ৩৩ কেজি ৪৪০ গ্রাম গাঁজা, ১০টি নেশা জাতীয় ইনজেকশন, ৬০টি ট্যাপেনটাডিল ট্যাবলেট ও ৮০টি বুপ্রেনরফিন জব্দ করা হয়।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ