15 C
আবহাওয়া
১২:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » যুবদল নেতা শামীম হত্যা মামলা, কারাগারে শমসের মবিন

যুবদল নেতা শামীম হত্যা মামলা, কারাগারে শমসের মবিন


বিএনএ ডেস্ক : পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন দুপুরে শমসের মবিন চৌধুরীকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস। শমসের মবিন চৌধুরীর পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন চেয়ে আবেদন করেন এবং ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের আবেদনের বিরোধিতা করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দিলে একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। ওই সমাবেশ ঘিরে ২৭ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলায় অনেকে আহত হন এবং শামীম নামক এক যুবদল নেতা নিহত হন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ